Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মণিরামপুর উপজেলা পরিষদে গত ২২/০৯/২০১৪ খ্রিস্টাব্দ তারিখে ভোর ৭.২০ঘটিকায় বজ্রপাত আঘাত হানে
Details

 

            উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ের দোতলা ছাদের উপর একটি বাড়ী একটি খামার ওয়ান লাইন চালুর জন্য ছাদ থেকে ৬০ ফুট লম্বা একটি টাওয়ার স্থাপন করে। টাওয়ারে প্রয়োজনীয় আর্থিন ব্যবস্থা না থাকায় উক্ত টাওয়ারে গত ২২/০৯/২০১৪ খ্রিস্টাব্দ তারিখে ভোর ৭.২০ঘটিকায় বজ্রপাত আঘাত হানে। বজ্রপাতের কারণে নিম্নস্বাক্ষরকারীর অফিস ভবনের এডিএসএল এর লাইনসহ চেয়ারম্যান এর রুমের, উপজেলা পরিষদের এডিএসএল লাইন, অফিসের বিভিন্ন রুমের ফ্যান, ফ্যাক্স ইত্যাদি জ্বলে যায়। এছাড়া উপজেলা হিসাবরক্ষণ অফিস, উপজেলা প্রকৌশলীর অফিস এবং একটি বাড়ি একটি খামার এর অফিসের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষয়ক্ষতি হয়েছে।  ক্ষয়ক্ষতির বিবরণ নিম্নে দেয়া হলো।

ক্রঃনং

অফিসের নাম

ক্ষয়ক্ষতির বিবরণ

সংখ্যা

আনুমানিক অর্থ

০১

 

উপজেলা নির্বাহী অফিস

ফ্যান এর কয়েল পুড়ে গেছে

০৫টি

২০,০০০/- টাকা

ফ্রি ওয়াইফাই  ও অফিসের

ওয়াইফাই সেটাপ যন্ত্রাংশ

সকল যন্ত্রাংশ

১,২০,০০০/- টাকা

ফ্যাক্স

০১ টি

১৬০০০/- টাকা

বৈদ্যুতিক তার

 

৫০০০/- টাকা

০২

উপজেলা পরিষদ

সিসি ক্যামেরা সেটাপসহ মনিটর

সকল যন্ত্রাংশ

৭১০০০/- টাকা

০৩

উপজেলা হিসাবরক্ষণ অফিস

ফ্যান এর কয়েল পুড়ে গেছে

০২টি

৮,০০০/- টাকা

কম্পিউটার

০২টি

১,২০,০০০/- টাকা

বৈদ্যুতিক তার

 

২০০০/- টাকা

টেলিফোন সেট

০১টি

২০০০/-টাকা

০৪

উপজেলা প্রকৌশলীর অফিস

এডিএসএল মডেমসহ অন্যান্য যন্ত্রাংশ

সকল যন্ত্রাংশ

২০,০০০/- টাকা

০৫

একটি বাড়ি একটি খামার প্রকল্প

কম্পিউটার

০১ টি

৬০,০০০/- টাকা

ওয়াইফাই সেটাপ(ব্রডব্যান্ড)

সকল যন্ত্রাংশ

১,৬০,০০০/- টাকা

 

 

মোট

 

=১২,০৮,০০০/- টাকা

Images
Attachments